Studypress News
দৈনিক পত্রিকার পাতা থেকে: ২৫ অক্টোবর, ২০১৬
25 Oct 2016
# প্যারিস চুক্তি গ্রহণ করা হয় ১২ ডিসেম্বর ২০১৫ সালে।
# প্রতিটি দেশের গ্রিনহাউস এমিশন ২০৫০ সালের মধ্যে শূন্য মাত্রায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
# প্যারিস চুক্তি ১৯৯৭ সালের কিয়েটো প্রোটোকলের উত্তরসূরি। কিয়েটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে কার্বনসহ অন্যান্য বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিকারী গ্রিনহাউস কমানোর বাধ্যবাধকতা তৈরি করেছিল।
# পাটপণ্যে ভারত বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার।
# বাংলাদেশি পাটপণ্যে উচ্চহারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে যাচ্ছে ভারত
# ২০১৫-১৬ অর্থবছরে পাটপণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় ৭৫ কোটি ডলার আয় করেছে।
# কোনো দেশ স্বাভাবিক দামের চেয়ে কম দামে কোনো পণ্য রপ্তাণি করলে তাকে ডাম্পিং বলে গণ্য করতে পারে আমাদনিকারক দেশ। এ ক্ষেত্রে তদন্ত করে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা যায়।
# উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
# জাতীয বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অবস্থিত আগারগাঁওয়ে। ১৯৯০ সালে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
# দুর্নীতির দায়ে চীনে গত তিন বছরে ১০ লাখ কর্মকর্তা শাস্তি পেয়েছেন।
# গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা ফ্লোরিয়ডায় ১৮৬৮ সাল থেকেই ভোটাধিকার বঞ্চিত হয়ে আসছেন।
# ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়।
(প্রথম আলো)
# বাতাসে মাত্রা ছড়িয়েছে কার্বন কণা
(কালের কণ্ঠ)
# ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছে ব্রি।
# ফ্রান্সের ক্যালে শহরে ‘জাঙ্গল ক্যাম্প’ নামে পরিচিত শরণার্থী শিবির উচ্ছেদ শুরু করেছে কর্তৃপক্ষ।
যুগান্তর
# ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে
(জনকণ্ঠ)
৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন –
- বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।