Studypress News
১৪৮ যাত্রী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত
25 Mar 2015

আল্পস পর্বতে ফ্রান্সের সীমানায় ১৪৮ জন আরোহী নিয়ে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্পেনের বার্সেলোনা ও ডিগনির মধ্যবর্তী স্থানে ‘জার্মান উইংসের’ এ বিমানটি বিধ্বস্ত হয়। স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফগামী বিমাটিতে ১৪২ জন যাত্রী ও ছয়জন বিমানকর্মী ছিলেন । ফরাসি বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ফরাসি শহর দিনয়ো-ল্য-বাঁনর কাছে বিমানটি থেকে জরুরি বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোঁয়া ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিমানের যাত্রীরা বেঁচে আছেন- এমন সম্ভাবনা কম। উল্লেখ্য, জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা এই বাজেট এয়ারলাইন্স জার্মান উইংস্-এর মালিক। জার্মান এয়ারলাইন জার্মানউইংস এয়ারবাস এ৩২০। ফ্রান্সের ডিজিএসি এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, উত্তরের নিস শহর থেকে ১০০ কিলোমিটার দূরে বারসেলোয়েনেট শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
Important News

Highlight of the week
