Studypress News
১৪৮ যাত্রী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত
25 Mar 2015
আল্পস পর্বতে ফ্রান্সের সীমানায় ১৪৮ জন আরোহী নিয়ে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্পেনের বার্সেলোনা ও ডিগনির মধ্যবর্তী স্থানে ‘জার্মান উইংসের’ এ বিমানটি বিধ্বস্ত হয়। স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফগামী বিমাটিতে ১৪২ জন যাত্রী ও ছয়জন বিমানকর্মী ছিলেন । ফরাসি বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ফরাসি শহর দিনয়ো-ল্য-বাঁনর কাছে বিমানটি থেকে জরুরি বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোঁয়া ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিমানের যাত্রীরা বেঁচে আছেন- এমন সম্ভাবনা কম। উল্লেখ্য, জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা এই বাজেট এয়ারলাইন্স জার্মান উইংস্-এর মালিক। জার্মান এয়ারলাইন জার্মানউইংস এয়ারবাস এ৩২০। ফ্রান্সের ডিজিএসি এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, উত্তরের নিস শহর থেকে ১০০ কিলোমিটার দূরে বারসেলোয়েনেট শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।