Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ২৩ অক্টোবর, ২০১৬
24 Oct 2016
১. আরব বসন্ত কোথায় শুরু হয়?
উ: তিউনিসিয়ায়।
২. জয়নাল আবেদিন বেন আলী কোন দেশের স্বৈরশাসক?
উ: তিউনিসিয়ার।
৩. মিসরের বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।
৪. মুয়াম্মার গাদ্দাফি কত বছর ক্ষমতায় ছিলেন?
উ: ৪২ বছর।
৫. হুতি বিদ্রোহী সংগঠন কোন দেশের?
উ: ইয়েমেনের।
৬. রুয়ান্ডার রাজধানীর নাম কি?
উ: কিগালি।
৭. এইচএফসি নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত হয়েছে কতটি দেশ?
বিশ্বের প্রায় ২০০ রাষ্ট্র।
৮. মন্ট্রিল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উ: ১৯৮৭ সালে।
৯. এভারেস্টজয়ী প্রথম নারীর নাম কি?
উ: জাঙ্কো তাবেই।
১০. শামসুর রাহমানের জন্মদিন কবে?
উ: ২৩ অক্টোবর।
৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন – - বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।