Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ২৪ অক্টোবর, ২০১৬

24 Oct 2016

# দেশে বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ১০ লাখ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  

# ভারতে প্রতি বর্গকিলোমিটারে ৩৪৬ জন মানুষ বাস করে, চীনে প্রতি বর্গকিলোমিটারে ১৪২ জন। আর বাংলাদেশে ১ হাজার ২০০ জন।

# ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি।

# উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা: জিমি ওয়েলস

# ২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস

(প্রথম আলো)

# ফাস্তাকিম গ্রুপ: সিরিয়ার বিদ্রোহী সংগঠন

# ইয়েমেন রাজধানী: সানা।

(কালের কণ্ঠ)

# দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার: (বিটিআরসি)

সমকাল

# পাকিস্তানসহ পৃথিবীর ৯টি দেশে পারমাণবিক বোমা আছে।

# একটি হিসাব অনুসারে, পারমাণবিক বোমা বহনকারী মিসাইল/বোমার সংখ্যা আমেরিকার ৬,৯৭০টি, রাশিয়ার ৭,৩০০টি, যুক্তরাজ্যের ২১৫টি, ফ্রান্সের ৩০০টি, চীনের ২৬০টি, ভারতের ১১০-১২০টি, পাকিস্তানের ১২০-১৩০টি, উত্তর কোরিয়ার ১০টি, ইসরাইলের ৮০টি, ইরানের কোনোরকম পরীক্ষা এখনও হয়নি।

# জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে আইপিইউর (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ) ১৩৫তম এসেম্বলি।

# আইপিইউ বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা।

(যুগান্তর)

# মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব দেয় সরকার।

(জনকণ্ঠ)