Studypress News

২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস

24 Oct 2016

২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস

প্রতি বছর ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। এই দিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায়, মানব ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তায় এবং সারা বিশ্বে মানবাধিকার এগিয়ে নিতে জাতিসংঘের প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদান করা হয়।

 

প্রতিষ্ঠা- ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর)

প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১

বর্তমান সদস্য- ১৯৩ (পর্যবেক্ষক-২ দেশ)

সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)

সদর দপ্তর- নিউইয়র্ক

ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা

মূল সংস্থা- ৬টি

অফিশিয়াল/দাপ্তরিক ভাষা- ৬টি (ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যনিশ ও আরবি)

সচিবালয়ে ব্যবহৃত ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)

প্রথম মহসচিব –ট্রাইগভে লি (নরওয়ে)।

বর্তমান মহাসচিব- বান কি-মুন(৮ম) দক্ষিণ কোরিয়া।