Studypress News
বাংলাদেশের জনসংখ্যা: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য
24 Oct 2016
# দেশে প্রতি মিনিটে ৪ দশমিক ২ জন মানুষ বাড়ছে। ঘণ্টায় বাড়ছে ২৫৩ জন। আর দিনে বাড়ছে ৬ হাজার ৭০ জন।
# বছর শেষে মোট জনসংখ্যার সঙ্গে নতুন যুক্ত হচ্ছে ২২ লাখ ২১ হাজার ৮০০ মানুষ।
# দেশে বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ১০ লাখ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
# পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০৫০ সালে দেশের জনসংখ্যা হবে ২১ কোটি ৮৬ লাখ।
# ভারতে প্রতি বর্গকিলোমিটারে ৩৪৬ জন মানুষ বাস করে, চীনে প্রতি বর্গকিলোমিটারে ১৪২ জন। আর বাংলাদেশে ১ হাজার ২০০ জন।
# জন্মহার, মৃত্যুহার, বছরে মোট জন্ম, মোট মৃত্যুর হিসাব এখন পাওয়া যায় স্যাম্পেল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস)থেকে।
# ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি।
# ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করবে। পরিসংখ্যান ব্যুরো বলছে, তখন বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ১৭ লাখ। আর জাতিসংঘের হিসাবে জনসংখ্যা হবে ১৭ কোটি ২৩ লাখ।
# এই শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তার প্রাক্কলন করা হয়েছে। বিশ্বব্যাংকের ওই দলিলে বলা হচ্ছে ২০১৬ সালের মধ্যে টিএফআর ২.০ করা সম্ভব হলে ২০৫০ সাল নাগাদ দেশের মানুষ হবে ২১ কোটি ৮০ লাখের ওপর।