Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ২৩ অক্টোবর, ২০১৬ (প্রথম আলো)

24 Oct 2016

# তরুণ বা যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১৭৭তম।

# রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশের স্থান সূচকের নিচের সারিতে।

# সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের চেয়ে পিছিয়ে।

# শিক্ষা পাওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রেও এ দেশের তরুণেরা পিছিয়ে। বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে ১৪৫তম।

# রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের ক্ষেত্রে অবস্থান ১৪০তম।

# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার।

# ১৭ ডিসেম্বর ২০১০ সালে আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়ায়।

# তিউনিসিয়ার স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলী।

# মিসরের স্বৈরশাসক হোসনি মোবারক।

# মিসরে ২০১২ সালের নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের হাত ধরে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি।

# মিসরের বর্তমান প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।

# ২০১১ সালের অক্টোবরে মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলের পতন ঘটে।

# হুতি বিদ্রোহী-ইয়েমেনের।

# রুয়ান্ডার রাজধানী কিগালিতে গত ৮-১৪ অক্টোবর অনুষ্ঠিত হয় মন্ট্রিল প্রোটোকলের ২৮তম সম্মেলন।

# এইচএফসি (হাইড্রোফ্লুরোকার্বন) নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত হয়েছে বিশ্বের প্রায় ২০০ রাষ্ট্র।

# এইচএফসি গ্যাস প্রধানত এসি-ফ্রিজ চালানোর শীতক হিসেবে ও অ্যারোসলে ব্যবহৃত হয়। ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত চুক্তির পর ফ্রিজ-এসির শীতক গ্যাস হিসেবে সিএফসি গ্যাস ব্যবহার বাতিল এবং এর বদলে এইচএফসি গ্যাস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।

# বৈশ্বিক উষ্ণায়নের কারণ যে গ্রিনহাউস গ্যাসসমূহ তার মধ্যে অন্যতম এইচএফসি গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির প্রধান ইন্ধন কার্বন ডাই-অক্সাইড গ্যাস হলেও, এইচএফসি তার তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস।

# এইচএফসির ব্যবহার বাতিল হওয়ার কারণে ২১০০ সালের মধ্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা ০.৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস করার পথ নির্মিত হলো।
 

# বিশেষজ্ঞদের অনেকে অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইডকে প্রাকৃতিক শীতক হিসেবে চিহ্নিত করেছেন এবং এইচএফসি গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহারের ব্যাপারে আশাবাদ জানাচ্ছেন।

# এইচএফসি (হাইড্রোফ্লুরোকার্বন) নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত হয়েছে বিশ্বের প্রায় ২০০ রাষ্ট্র।

# এইচএফসি গ্যাস প্রধানত এসি-ফ্রিজ চালানোর শীতক হিসেবে ও অ্যারোসলে ব্যবহৃত হয়। ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত চুক্তির পর ফ্রিজ-এসির শীতক গ্যাস হিসেবে সিএফসি গ্যাস ব্যবহার বাতিল এবং এর বদলে এইচএফসি গ্যাস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।

# বৈশ্বিক উষ্ণায়নের কারণ যে গ্রিনহাউস গ্যাসসমূহ তার মধ্যে অন্যতম এইচএফসি গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির প্রধান ইন্ধন কার্বন ডাই-অক্সাইড গ্যাস হলেও, এইচএফসি তার তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস।

(সূত্র: প্রথম আলো)