Studypress News
মন্ট্রিল প্রোটোকলের ২৮তম সম্মেলন: এইচএফসি নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত প্রায় ২০০ রাষ্ট্র
24 Oct 2016
রুয়ান্ডার রাজধানী কিগালিতে গত ৮-১৪ অক্টোবর অনুষ্ঠিত হয় মন্ট্রিল প্রোটোকলের ২৮তম সম্মেলন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো:
# এইচএফসি (হাইড্রোফ্লুরোকার্বন) নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত হয়েছে বিশ্বের প্রায় ২০০ রাষ্ট্র।
# এইচএফসি গ্যাস প্রধানত এসি-ফ্রিজ চালানোর শীতক হিসেবে ও অ্যারোসলে ব্যবহৃত হয়। ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত চুক্তির পর ফ্রিজ-এসির শীতক গ্যাস হিসেবে সিএফসি গ্যাস ব্যবহার বাতিল এবং এর বদলে এইচএফসি গ্যাস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।
# বৈশ্বিক উষ্ণায়নের কারণ যে গ্রিনহাউস গ্যাসসমূহ তার মধ্যে অন্যতম এইচএফসি গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির প্রধান ইন্ধন কার্বন ডাই-অক্সাইড গ্যাস হলেও, এইচএফসি তার তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস।
# এইচএফসির ব্যবহার বাতিল হওয়ার কারণে ২১০০ সালের মধ্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা ০.৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস করার পথ নির্মিত হলো।
(বিশেষজ্ঞদের অনেকে অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইডকে প্রাকৃতিক শীতক হিসেবে চিহ্নিত করেছেন এবং এইচএফসি গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহারের ব্যাপারে আশাবাদ জানাচ্ছেন।)