Studypress News

এভারেস্টজয়ী প্রথম নারী জাঙ্কো তাবেই’র মৃত্যু

24 Oct 2016

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম নারী জাপানের জাঙ্কো তাবেই মারা গেছেন (১৯-১০-১৬)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত তাবেই টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

# ১৯৭৫ সালের মে মাসে এভারেস্টের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে চূড়ায় ওঠেন জাঙ্কো তাবেই। তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর।

# তিনি তানজানিয়ায় কিলিমানজারো, যুক্তরাষ্ট্রের ম্যাককিনলে শৃঙ্গ এবং অ্যান্টার্কটিকায় ভিনসন ম্যাসিফও জয় করেছেন।

# ১৯৯২ সালের মধ্যেই তাবে পৃথিবীর সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গ জয় করেন।