Studypress News

বৈশ্বিক যুব উন্নয়ন সূচক ২০১৬

24 Oct 2016

গত শুক্রবার কমনওয়েলথ প্রকাশ করেছে গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্স বা বৈশ্বিক যুব উন্নয়ন সূচক। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখুন:

# তরুণ বা যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১৭৭তম।

# রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশের স্থান সূচকের নিচের সারিতে।

# সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের চেয়ে পিছিয়ে।

# শিক্ষা পাওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রেও এ দেশের তরুণেরা পিছিয়ে। বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে ১৪৫তম।

# রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের ক্ষেত্রে অবস্থান ১৪০তম।

(বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার।)