Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ২১ অক্টোবর, ২০১৬

21 Oct 2016

১. বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মতে সব উন্নয়নের ভিত্তি কি?

উ: সুশাসন।

২. দুই দশকেরও বেশি সময় পর কোন দেশে বাংলাদেশ আবার দূতাবাস চালু করছে?

উ: আলজেরিয়া।

৩. রাকা কোন দেশের শহর?

উ: সিরয়া

৪. কত সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?

উ: ১৯৪৬ সালে।

৫. জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নাম কি?

উ: ইউএনএফপিএ United Nations Population Fund

৬. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি?

উ: ইউএনএইচসিআর United Nations High Commissioner for Refugees (UNHCR)

৭. জামদানি শাড়ির জিআই( জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পাচ্ছে কোন দেশ?

উ: বাংলাদেশ।

৮. বাংলাদেশের প্রথম বেসরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি সিটিসেলের কার্যক্রম কেন বন্ধ করা হয়েছে?

উ: সরকারের পাওনা টাকা পরিশোধ না করায়।

৯. কত সালে বাংলাদেশের পণ্য হিসেবে জামদানিকে স্বীকৃতি দিয়েছিল ইউনেসকো?

উ: ২০১৩ সালে।

১০। ব্রেক্সিটের পর যুক্তরাজ্য কোন শুল্ক কাঠামো গ্রহণ করতে পারে।

উ: ইউরোপিয়ান ইউনিয়নের।

৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।

এখানে আপনি পাবেন – - বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।