Studypress News
দৈনন্দিন বিজ্ঞান (কোনটি কি কাজে ব্যবহৃত হয়)
21 Oct 2016
নাইট্রোজেন ব্যবহৃত হয়:
ইউরিয়া তৈরীতে
টিউবলাইটে
গ্লিসারিন ব্যবহৃত হয়:
প্রসাধনী ও সাবান তৈরীতে
ডিনামাইট তৈরিতে
নাইট্রাস অক্সাইড:
রোগীকে অজ্ঞান করতে
দাঁতের অস্রোপাচার করতে
ইথাইল অ্যালকোহল ব্যবহৃত হয়:
বিয়ার, হুইস্কি তৈরিতে
পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানী হিসাবে
রং, বার্নিশ তৈরিতে
সালফার ব্যবহৃত হয়:
চর্ম মলম এবং বিভিন্ন সালফার ড্রাগ তৈরিতে
ইথিলিন গ্লাইকল ব্যবহৃত হয়:
বল পয়েন্ট কলমের কালি তৈরিতে
ক্লোরিন ব্যবহৃত হয় :
জীবাণুনাশক হিসাবে
পানি বিশোধনে
কাগজ ও কাপড় শিল্পে বিরঞ্জক হিসাবে
ফসফরাস ব্যবহৃত হয়:
দিয়াশলাই শিল্পে
ইঁদুর মারার বিষ হিসাবে
আগুন বোমা তৈরিতে
যুদ্ধের সময় ধুম্রজাল তৈরীতে
কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় :
অগ্নি নির্বাপক হিসাবে
কোমল পানীয় তৈরীতে ( Coke,pepsi)
ড্রাই আইস তৈরিতে
নাটক মঞ্চে ধোঁয়া তৈরিতে
অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় :
উড়োজাহা, রেলগাড়ী, মোটরগাড়ি তৈরীতে
বৈদ্যুতিক তার, বাসনপএ তৈরিতে
সিগারেট, চকলেট ও বিভিন্ন খাদ্যের মোড়ক তৈরীতে
কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহৃত হয় :
পাইরিন নামক অগ্নিনির্বাপক তৈরীতে
রেশম ও পশমজাত পোশাক ড্রাইওয়াসে
ফ্রিয়ন নামক গ্যাস তৈরিতে
অ্যাসিটিলিন ব্যবহৃত হয়:
ধাতু গলানো ও জোড়া লাগানো
কৃএিম রাবার ও প্লাস্টিক তৈরীতে
ইথিলিন ব্যবহৃত হয় :
কৃএিম উপায়ে কাঁচা ফল পাকানো
জ্বালানী ও চেতনানাশক হিসাবে
জিংক ব্যবহৃত হয়:
মরিচার হাত থেকে বাচাঁনো
ব্যাটারি তৈরিতে
সংকর ধাতু তৈরিতে ( পিতল, জার্মান সিলভার)
সিলিকন ব্যবহৃত হয়:
ট্রানজিস্টার ও মাইক্রোচিপ তৈরিতে
কাঁচ তৈরিতে
বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী ( ঘড়ি,মোবাইল) ইত্যাদি তৈরিতে
সিলিকা জেল তৈরিতে
লেড ব্যবহৃত হয়:
রং তৈরিতে
মোটর গাড়ীর ব্যাটারি তৈরিতে
লেডের জ্যাকেট তৈরিতে
টলুইন ব্যবহৃত হয়:
স্যাকারিন তৈরীতে
ড্রাইওয়াসে