Studypress News

বিসিএস লিখিত পরীক্ষার পরামর্শ: ইংরেজি

21 Oct 2016

ENGLISH : 200

 PART --A( 100)

* প্রথমে প্যাসেজ থেকে ৩০ নম্বরের প্রশ্নোত্তর দিতে হবে। যার Purpose হচ্ছে Understanding ability দেখা এবং প্রশ্নে উল্লেখ আছে Write the answers in your own wordings and phrasings.

*Grammar এর ৩০ নম্বরের জন্য এবং প্যাসেজ, Editorial letter/Feature,Translation, Essay, Summary সব কিছুর জন্য গুরুত্ব দিতে হবে

***Vocabulary (যত পারুন নতুন শব্দ ও ব্যবহার শিখুন)

**Word এর Noun,Verb & Adjective form

**Join sets of sentence /Using Appropriate subordinates

** Use appropriate Punctuation, Capitalization & Quotation marks etc.শিখতে হবে।

**একটি ইংরেজি দৈনিকের এডিটরিয়াল, অল্প অল্প করে বুঝে বুঝে পড়ুন। অনুবাদ করুন। লেখার ধরনটা দেখুন। ওভাবে লিখতে চেষ্টা করুন। এবং গ্রামাটিকেল রুলস গুলোর প্রয়োগ ও খেয়াল করুন। কাজটি যদিও একটু সময়সাপেক্ষ এবং কষ্টকর কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। একবারে অনেক কাজে আসে।

**যে কোন একটা গাইড বা রিডিং কম্প্রিহেনসনের বই কিনে প্র্যাকটিস করতে পারেন। **Essay এর জন্য সমসাময়িক তথ্য আর সহজ ভাষায় লেখার এবিলিটই যথেষ্ট।

 **ভুল হওয়ার ভয়কে জয় করে, অনুশীলন শুরু করুন। ফরেন ল্যাংগুয়েজে কম বেশি সবারই ভুল হবে।

শুভকামনায়

-তাছলিমা শিরিন মুক্তা

প্রশাসন ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) ৩৫ তম বি সি এস

.......................................................................................................

৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন। স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।

এখানে আপনি পাবেন – - বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে। - আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে। - আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।