Studypress News

বন্ধ হয়ে গেল বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল।

21 Oct 2016

বাংলাদেশের প্রথম বেসরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি   বন্ধ করে দেয়া  হয়েছে।কর্মকর্তারা বলছেন, সিটিসেলের কাছে সরকারের পাওনা প্রায় ৫০০ কোটি টাকা পরিশোধ করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সিটিসেলের প্রায় পাঁচ লাখ গ্রাহককে অন্য অপারেটরের সেবা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।প্রায় ৬ বছরে এই ৫০০ কোটি টাকা বকেয়া জমা হয়েছে বলে জানান মি. মাহমুদ।
যদিও বিটিআরসি বলছে সিটিসেল বন্ধের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোন সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, তবে সিটিসেল কর্তৃপক্ষ বলছে তারা তাদের অবস্থান আবারো সরকারের কাছে ব্যখ্যা করবেন।

>> ১৯৮৯ সালে বাংলাদেশে তারবিহীন টেলিফোন সেবা দেওয়ার প্রথম লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল)।
>> ১৯৯০ সালে হংকং হাচিসন টেলিকমিউনিকেশন লিমিটেড এ কোম্পানিতে বিনিয়োগ করলে বিটিএল নাম বদলে হয় হাচসন বাংলাদেশ টেলিকম লিমিটেড (এইচবিটিএল)।

>> ১৯৯৩ সালে শুরু হয় এইচবিটিএল এর মোবাইল সেবা কর্যক্রম।

>> ১৯৯৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির মালিকানায় আবার পরিবর্তন আসে। বিএনপি নেতা মোরশেদ খানের মালিকানাধীন প্যাসিফিক মটরস ও ফারইস্ট টেলিকম মিলে এইচবিটিএল-এর শেয়ার কিনে নেয়। কোম্পানির নাম বদলে হয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, ব্র্যান্ডিং শুরু হয় সিটিসেল নামে।

>> ২০০৪ সালে এ কোম্পানিতে বিনিয়োগ করে সিঙ্গাপুরভিত্তিক সিংটেল এশিয়া প্যাসেফিক ইনভেস্টমেন্ট লিমিটেড। নিজের শেয়ারের একটি বড় অংশ সিংটেলের কাছে বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করে নেন মোরশেদ খান।

>> সিটিসেলের ওয়েবসাইটের সর্বশেষ তথ‌্য অনুযায়ী, এই কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড। সিংটেলের হাতে আছে ৪৫ শতাংশ শেয়ার। এছাড়া ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।