Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ২১ অক্টোবর, ২০১৬ (প্রথম আলো)

21 Oct 2016

# জাতীয় প্রেসক্লাব চত্বরে ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

# সুশাসন সব উন্নয়নের ভিত্তি: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

# জামদানি বাংলাদেশেরই থাকল: জিআই স্বত্ব বিসিকের

২০১৩ সালে বাংলাদেশের পণ্য হিসেবে জামদানিকে স্বীকৃতি দিয়েছিল ইউনেসকো।

খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে প্রাচীন ভারতীয় অর্থশাস্ত্রবিদ কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র বইয়ে ঢাকাই মসলিন ও জামদানির কথা উল্লেখ করেছেন।

১৪ শতকের মুসলিম পরিব্রাজক ইবনে বতুতার লেখায়ও ঢাকার অদূরে সোনারগাঁয়ে জামদানি তৈরির কথা লিপিবদ্ধ আছে।

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় এই বিশেষ ধরনের নকশাসমৃদ্ধ পণ্য ও পোশাকের জন্ম হয়।

এই এলাকার মাটি, পানি ও মানুষের সৃজনশীল উদ্যোগের যোগফল হিসেবে সৃষ্টি এই পণ্য একসময় ইউরোপ, ইরান, আর্মেনিয়া, মোগল ও পাঠান ব্যবসায়ীরা কিনে নিয়ে যেতেন।

# ২৩ বছর পর আলজেরিয়ায় দূতাবাস চালু করছে বাংলাদেশ

প্রায় দুই দশকের বেশি  সময় পর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আবার দূতাবাস চালু করছে বাংলাদেশ।

১৯৭৩ সালের আলজেরিয়ায় দূতাবাস চালু করেছিল বাংলাদেশ।

১৯৯৩ সালে দূতাবাসটি বন্ধ করে দেয়া হয়।

আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণে আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য সরকার পুনরায় দূতাবাস চালুর সিদ্ধান্ত নেয়।

# ইরাকের মসুল থেকে পালিয়ে আইএস সিরিয়ার রাকা শহরে চলে যাচ্ছে।

# বঙ্গভঙ্গের পর নবগঠিত বাংলা ও আসাম প্রদেশের সচিবালয়ের জন্য ১৯০৪ সালে নির্মিত ভবনে ১৯৪৬ সালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

# জাতিসংঘ জনসংখ্যা তহবিল: ইউএনএফপিএ United Nations Population Fund

# জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা: ইউএনএইচসিআর United Nations High Commissioner for Refugees (UNHCR)

(সূত্র: প্রথম আলো)