Studypress News
সংবিধান এর কোন অনুচ্ছেদগুলো এবং কিভাবে পড়বেন
21 Oct 2016

বাংলাদেশ সংবিধান বিসিএস পরীক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারন সংবিধান থেকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভাতে প্রশ্ন আসে। প্রিলিমিনারিতে তিনটি প্রশ্ন আসার কথা বলা হয়েছে। লিখিত ও ভাইভাতে কয়টি প্রশ্ন আসবে তা বলা কঠিন। ৩৪তম বিসিএসে লিখিত বাংলাদেশ বিষয়াবলীতে ৪০ নম্বর এসেছিল সংবিধান থেকে। তাই সংবিধান ভাল করে পড়তে হবে।
সংবিধানের তিনটি অংশ বা দিক থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যথা-
ক) সংবিধান প্রনয়নের ইতিহাস
খ) গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
গ) সংবিধান সংশোধনীসমূহ
প্রথমেই আপনাকে সংবিধান প্রনয়নের সাথে কারা জড়িত ছিল, খসড়া অবস্থা, উপস্থাপনের তারিখ, গৃহীত হওয়ার তারিখ, স্বাক্ষরকারীগন, অধ্যাদেশ জারি, কমিটি গঠনের প্রেক্ষাপট, কে স্বাক্ষর করল না, মহিলা ছিল কিনা, অঙ্গসজ্জা কে করল, কে হাতে লিখল, কোন দেশের সংবিধান অনুসরন করল ইত্যাদি সব জেনে নিতে হবে।
এবার আসেন অনুচ্ছেদ এ। মোট ১৫৩ টি অনুচ্ছেদ এবং ৭ টি তফসিল আছে। সব মনে রাখা কঠিন। আবার সব পরীক্ষায় আসেও না। আপনি তো সংবিধান বিশেষজ্ঞ হবেন না। আপাতত পরীক্ষার তরীটা পার করাই আপনার উদ্দেশ্য। সংবিধানের সবেচেয় গুরুত্বপূর্ন অংশ হলো সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকার। এর পরের অংশগুলো বাছাই করে পড়তে হবে। ১৫৩ অনুচ্ছেদের মধ্যে নিচের অনুচ্ছেদগুলো ভাল করে পড়তে হবে। যথা- ২(ক), ৩, ৪, ৪(ক), ৫, ৬, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬,১৭, ১৮, ১৮ (ক) ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৩(ক), ২৪, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৯, ৫২, ৫৫, ৫৭, ৫৯, ৬০, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৭০, ৭৬, ৭৭, ৮১, ৮৭, ৯১, ৯৩, ৯৪, ১০২, ১০৬, ১০৮, ১১৭, ১১৮, ১২১, ১২২, ১২৩, ১২৭, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৪০, ১৪১, ১৪১ (ক), ১৪১(খ), ১৪১(গ), ১৪২, ১৪৮, ১৫৩.
এই অনুচ্ছেদগুলো লিখিত ও ভাইভার ক্ষেত্রেও প্রযোজ্য। এর চেয়ে কমানো হলে বিপদে পড়ে যাবেন। সাতটি তফসিলের মধ্যে তৃতীয়, পজ্ঞম, ষষ্ঠ ও সপ্তম তফসিল ভাল করে পড়বেন।
বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত ১৬ বার সংশোধিত হয়েছে। এটি পরিবর্তনযোগ্য। তাই খেয়াল রাখতে হবে। এই সংশোধনীর কিছু আবার বাতিল ঘোষনা করা হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টম, দ্বাদশ, ত্রয়োদশ (বাতিল), চতুর্দশ, পজ্ঞদশ, ষোড়শ সংশোধনী ভাল করে পড়বেন। সালটা আর মূল বিষয়বস্তু মনে রাখবেন। তবেই হবে।
অনেকেই বলে, পড়ি কিন্তু মনে থাকে না। তাদের বলছি। অনুচ্ছেদ দিয়ে ফ্লাশ কার্ড বানিয়ে নিন। বাইরে যাওয়ার সময় নিয়ে যাবেন। আর একটা কথা, সংবিধান একদম সংবিধানের ভাষায় পড়তে হবে বা লিখতে হবে এমন কোন কথা নেই। চলিত ভাষায় আপনার মত করে লিখবেন বা বলবেন। কোন সমস্যা নেই। তবে মূলভাব যেন সঠিক থাকে।
সংবিধান পড়ার জন্য আপনি যে বই বা গাইড অনুসরন করতে পারেন। যারা একটু বেশি অলস তারা পড়বেন (ক) ছন্দে ছন্দে সংবিধান (মো: আসাদুজ্জামান)। আর যারা কম অলস মানে শরীর নাড়াচাড়া ভালোই করেন তারা পড়বেন (ক) আরিফ খানের লেখা বাংলাদেশ সংবিধান বইটা। আর কি হয়ে গেল। আসলে ভাল প্রস্তুতির জন্য বেশি বই লাগে না; লাগে বেশি পড়াশুনা। সেটা করার ইচ্ছা আছে তো আপনার? তবেই হয়ে গেছে। আরে হ্যা হয়ে গেছে। আর একটা কথা আপনি যদি ইংরেজীতে খুব বেশি ভাল না হন তবে ইংরেজীতে সংবিধান না পড়া বা লেখাই ভাল। হিতে বিপরীত হতে পারে। তাই সময় নষ্ট না করে পড়া শুরু করে দিন। সংবিধান মনে রাখার চেষ্টা করুন। একে উপেক্ষা করে ভাল করার কোন সুযোগ নেই। সবার জন্য শুভ কামনা রইল।
লেখক:
শাহ মো. সজীব
প্রশাসন ক্যাডার (২য় স্থান), ৩৪তম বিসিএস
.............................................................................................................
৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন –
- বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।
Important News

Highlight of the week
