Studypress News

২৩ বছর পর আলজেরিয়ায় দূতাবাস চালু করছে বাংলাদেশ

21 Oct 2016

প্রায় দুই দশকের বেশি  সময় পর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আবার দূতাবাস চালু করছে বাংলাদেশ।

# ১৯৭৩ সালের আলজেরিয়ায় দূতাবাস চালু করেছিল বাংলাদেশ।

# ১৯৯৩ সালে দূতাবাসটি বন্ধ করে দেয়া হয়।

# আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণে আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য সরকার পুনরায় দূতাবাস চালুর সিদ্ধান্ত নেয়।

................................................................................................

৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন। স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।

এখানে আপনি পাবেন – - বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে। - আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে। - আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।