Studypress News
বিসিএস লিখিত পরীক্ষার পরামর্শ: "যতটা সম্ভব সময়ের সদ্ব্যবহার করুন"
20 Oct 2016
প্রিলি পরীক্ষা নিয়ে টেনশন,আজে বাজে চিন্তা এবং প্রশ্ন নিয়ে সমালোচনা কোন কাজেই আসবে না। আপনার ও না, অন্য কারো ও না। আপনার লক্ষ্য যখন ক্যাডার হওয়া তখন সময় নষ্ট না করাটাই ভালো। প্রিলিতে ইয়েস কার্ড পেলে দ্বিগুন উৎসাহ এবং একমাস এগিয়ে থাকবেন। আর পাশ না করলেও এ রিটেনের প্রিপারেশন আপনার ক্ষতি করবে না বরং আগামী বি সি এস বা অন্য এক্সামে কাজে আসবে।
**প্রশ্ন সহজ বা কঠিন যাই হোক, আপনাকে ক্যাডার হতে হলে, অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে।
**তাই যতটা সম্ভব সময়ের সদ্ব্যবহার করুন। আমি নতুন সিলেবাসের আলোকে অর্থাৎ ৩৫ ও ৩৬ তম রিটেনের প্রশ্ন মাথায় রেখে আলোচনা করবো। যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা,তাই বি সি এস মানেই Eliminating Exam বলা যেতে পারে।তাই, কিছু দক্ষতা এবং অভ্যাস প্রয়োজন, যা প্রশ্ন যে টাইপেরই হোক না কেন, ভালো করতে সহায়তা করবে। সে সব হলো
: ♥দৈনিক একটি বাংলা পত্রিকার সম্পাদকীয়, মতামত এবং বিদেশ/ আন্তর্জাতিক পাতাগুলো মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া এবং প্রয়োজনীয় নোট তোলা।
♥এতে করে লেখার স্টাইল সুন্দর হবে। সৃজনশীলতা আসবে এবং সমসাময়িক বিষয়ে জানার পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত ও জানা হয়ে যাবে।
♥বাংলা এবং ইংরেজি উভয় ভাষার শব্দভাণ্ডার বাড়াতে হবে। শব্দ মালা গাঁথার মূল উপাদান আর গ্রামার গাঁথার নিয়ম। তাই দুটোই দরকার। আমি Vocabulary কে বেশি গুরুত্ব দিব।
♥Silence & Smile are two powerful words.Silence avoids problem & smile solves problem. এ দুটোর সাথে patience যোগ করে, তিনটি জিনিস নিজের সাথেই রাখুন।
শুভকামনায়
- তাছলিমা শিরিন মুক্তা প্রশাসন ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত)
৩৫ তম বি সি এস ।
...............................................................................................
৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন। স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন – - বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে। - আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে। - আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।