Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ২০ অক্টোবর, ২০১৬

20 Oct 2016

১. পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস কোনটি?

উ: ২০১৬ সালের সেপ্টেম্বর মাস।

২. বাংলাদেশ এ বছর কত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?

উ: ৭ শতাংশের বেশি।

৩. ইরম শর্মিলা কোন দেশের মানবাধিকার কর্মী?

উ: ভারতের ত্রিপুরার।

৪. জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?

উ: ১২তম

৫. মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা কে?

উ: অং সান সু চি।

৬. বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থার জোট?

উ: আইইউসিএন International Union for Conservation of Nature

৭. সুন্দরবনের কয় ধরনের ক্ষতির আশংকা করছে ইউনেসকো?

উ: চার ধরনের।

৮. ইউনেসকোর মতে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ হ্রাস পেয়েছে কেন?

উ: গঙ্গা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে।

৯. বাংলাদেশ কত  সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউয়ের সদস্যপদ লাভ করে?

উ: ১৯৭৩ সালে।

১০. ২০১৫-১৬ অর্থবছরে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে বাংলাদেশের আয় কত ছিল?

উ: ৫৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার।