Studypress News

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের দৃষ্টিতে বাংলাদেশ

20 Oct 2016

বাংলাদেশের সাফল্য:

# দারিদ্র্য দূরীকরণে অসাধারণ সাফল্য।

# মানব সম্পদ উন্নয়ন।

# স্বাস্থ্য ও শিক্ষা

# কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণে সাফল্য।

বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ:

জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বাংলাদেশের সহনক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক সহায়তা করতে বেশি আগ্রহী।

অগ্রগতি দরকার:

# প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানো( FDI- Foreign Direct investment)

# রাজনৈতিক অনিশ্চয়তা

# বিনিয়োগ পরিবেশ স্থিতিশীল করা।

দারিদ্র্য দূরীকরণে তিনটি লক্ষ্য পূরণ করতে হবে:
 

# অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো

# মানব সম্পদের বিনিয়োগ।

# সহনক্ষমতার উন্নয়ন।

 

(প্রথম আলোতে প্রকাশিত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সাক্ষাৎকার অবলম্বনে।)