Studypress News
রামপাল বিদ্যুৎকেন্দ্র: ইউনেস্কোর তিন সুপারিশ, বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি হারানোর আশংকা
20 Oct 2016
সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য ধরে রাখতে চাইলে বাংলাদেশকে তিনটি উদ্যোগ নিতে বলেছে ইউনেসকো।
১. সুন্দরবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।
২. গঙ্গা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ হ্রাস পেয়েছে। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে।
৩. সুন্দরবন ঘিরে গড়ে ওঠা শিল্পকারখানা সম্পর্কে সমন্বিত পরীক্ষা করতে হবে।
বিশ্ব ঐতিহ্যের সম্মানের তালিকা থেকে বাদ যেতে পারে সুন্দরবনের নাম:
২০১৭ এর ২০ মার্চ সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার ২০ বছর পূর্ণ হবে। কিন্তু ২০১৭ সালেই বিশ্ব ঐতিহ্যের সম্মানের তালিকা থেকে বাদ দিয়ে সুন্দরবনের নাম লেখা হতে পারে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায়। গত মঙ্গলবার ইউনেসকোর রিপোর্টে এসব কথা বলা হয়।
সুন্দরবন নিয়ে ইউনেসকোর তিনটি সুপারিশ সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারল, তার একটি প্রতিবেদন ১ ডিসেম্বরের মধ্যে ইউনেসকোর কাছে জমা দিতে বলা হয়েছে। আর ২০১৭ এর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
(সূত্র: প্রথম আলো)
এক নজরে:
# বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থার জোট: আইইউসিএন International Union for Conservation of Nature
# জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও ঐতিহ্যবিষয়ক প্রতিষ্ঠান: ইউনেসকো United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
# বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন: সুন্দরবন
# সুন্দরবনের চার ধরনের ক্ষতির আশংকা করছে ইউনেসকো।
# ২০১৭ এর ২০ মার্চ সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার ২০ বছর পূর্ণ হবে।
# ইউনেসকোর রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে, সেটি সুন্দরবনের সীমানা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে।