Studypress News
ভাইভা অভিজ্ঞতা: সহকারী রাজস্ব কর্মকর্তা
19 Oct 2016
ভাইভা অভিজ্ঞতা
পোষ্টঃ সহকারী রাজস্ব কর্মকর্তা
বোর্ডঃ আবুল কালাম আজাদ স্যার
সময়ঃ ১৮-২০ মিনিট
তারিখঃ ১৯/১০/২০১৬
সালাম দিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে রইলাম। বসতে বলার পর বসলাম।
1. What's your name?
2. Introduce yourself to the board within two minutes.
3. Do u watch movie? Have u seen the movie Troy?
4. Who is the father of Helen? Who is the mother of her?
5. Throw which shape Jesus came to Lida?
6. Who is Priam?
7. Many Characters on Iliad and Odyssey.
8. চীনের প্রেসিডেন্ট যে বাংলাদেশে আসছে এটার ১ টা পলিটিকাল ও ১ অর্থনৈতিক Impact ইংরেজিতে বল।
9. এই সফর ভারত কিভাবে দেখছে বলে তোমার ব্যক্তিগত মতামত বল।
10. তুমি কোন পোষ্টের জন্য ভাইবা দিতে এসেছো?
11. What is the land boundary of Bangladesh?
12. Who are the seven sisters?
13. বাংলাদের ওয়ান ডে র্যাংকিং এ কত?
14. র্যাংকিং এ ১ম কে? ২য় কে?
15. গত বিশ্বকাপ কোন সালে আর কোন দেশে হয়েছে?
16. আগামী বিশ্বকাপ কোন দেশে হবে? কবে হবে?
17. Champion Trophy কবে হবে? বাংলাদেশ কি খেলবে?
18. সাহিত্যে এবার কে নোবেল পেয়েছেন?
19. তিনি একজন শিল্পি But why he has been selected for Literature?
20. New York শহর নিয়ে সাহিত্য রচনা করেছেন এমন একজন লেখকের নাম বল?
ছোট ছোট আরো প্রশ্ন করেছে সেগুলো মনে নেই। প্রশ্ন কিছু বাংলা আর কিছু ইংরেজিতে করেছে। কিছু পারছি আর কিছু পারি নাই। তাই ভাইবা মোটামুটি ভাল হয়েছে। বোর্ডে ২০ জনের মধ্যে আমি ১১ তম ছিলাম। তবে বোর্ড অনেক কোওপারেটিভ ছিল। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।
মোঃ হামিদ উল্লাহ (পারভেজ)
অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড