Studypress News
লিবিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আগুইলা সালেহ ইসা
30 Jun 2014
২০১৪ সালে লিবিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য আগুইলা সালেহ ইসা।[Aguila-Saleh-Iissa-libiya]।ভোটাভুটির মাধ্যমে তাকে নির্বাচিত করে দেশটির নবগঠিত সংসদ। সালেহ ইসা পূর্বাঞ্চলীয় আল-কুবা শহর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি।ভূমধ্যসাগর তীরবর্তী শহর তোবরুকে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর তাকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। প্রেসিডেন্ট হিসেবে তিনি নুরি আবু শাহমাইনের স্থলাভিষিক্ত হবেন।পেশায় আইনজীবী সালেহ ইসা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে বিচার বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। গত জুন মাসে নির্বাচনের মাধ্যমে লিবিয়ার সংসদ পুনর্গঠন করা হয়।