Studypress News
১৯ অক্টোবর: ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী
19 Oct 2016
কবি ও শিশু সাহিত্যিক ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৪ সালের এই দিনে তিনি ঢাকায় মারা যান। ১৯৭৭ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক ও ১৯৮০ সালে স্বাধীনতা পদক দেয়া হয়।
১৯১৮ সালের ১০ জুন মাগুরার শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে তাঁর জন্ম। খুলনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন ও পরে সেন্ট পল কলেজে ইংরেজি নিয়ে অনার্স পড়েন। মোহাম্মদী পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করা এই কবি দেশবিভাগের পর ১৯৪৮ সালে কলকাতা থেকে ঢাকা চলে আসেন ও ঢাকা বেতারে যোগ দেন। আরবি ও ফারসি শব্দ ব্যবহারে তিনি সিদ্ধহস্ত ছিলেন। কৃতিত্ব দেখিয়েছেন ব্যঙ্গ ও সনেট রচনায়ও।
তার প্রথম ও সেরা কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি ১৯৪৪ সালে প্রকাশিত হয়। এ ছাড়া আজাদ কর পাকিস্তান (১৯৪৬), সিরাজাম মুনিরা (১৯৫২), নৌফেল ও হাতেম (১৯৬১), মুহূর্তের কবিতা (১৯৬৩), হাতেম তায়ী (১৯৬৬), পাখির বাসা (১৯৬৫), হরফের ছড়া (১৯৬৮), নতুন লেখা (১৯৬৯), ছড়ার আসর (১৯৭০), নয়া জামাত (১৯৫০), হে বন্য স্বপ্নেরা (১৯৭৬), ইকবালের নির্বাচিত কবিতা (১৯৮০), চিড়িয়াখানা (১৯৮০), কাফেলা (১৯৮০), হাবেদা মরুর কাহিনী (১৯৮১), সিন্দাবাদ (১৯৮৩), কিসসা কাহিনী (১৯৮৪), ফুলের জলসা (১৯৮৪), তসবির নামা (১৯৮৬), মাহফিল (১৯৮৭), ফররুখ আহমদের গল্প (১৯৯০), ঐতিহাসিক অনৈতিহাসিক কাব্য (১৯৯১), দিলরুবা (১৯৯৪) প্রভৃতি তার অমর সাহিত্যকীর্তি।