Studypress News

এক নজরে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফর

19 Oct 2016

# বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে আসেন ১৬ই অক্টোবর।

# ১৭ই অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালন করেন তিনি। দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে বাংলাদেশকে এবার দারিদ্র বিমোচন দিবস পালনের দেশ হিসেবে বেছে নেয় বিশ্বব্যাংক।

# বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দুই দিনের সফরে সব মিলিয়ে ৩০০ কোটি ডলার সহায়তার নতুন প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। দেশ সহায়তা কৌশলের (সিএএস) আওতায় যে সহায়তা দেওয়া হয়, এর বাইরে অতিরিক্ত এ অর্থ পাবে বাংলাদেশ।

# এর মধ্যে শিশুপুষ্টি খাতে ১০০ কোটি ডলার ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেয়া হচ্ছে।

# তিনি জানান জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে যেসব দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে, বাংলাদেশ তার একটি।

# নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও বাংলাদেশ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সদস্য থাকবে।

# জিম ইয়ং কিম বলেন, “উদ্ভাবনী ধারণা দিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করছে বাংলাদেশ। এ ছাড়া নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন উদ্ভাবনী ধারণা দেখেছি। এ ধরনের সাফল্যের ইতিহাস আমি নিজের চোখে দেখেছি। আমি বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।”

# অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, মানব উন্নয়ন, ব্যবসায় পরিবেশের উন্নতি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, নগরায়ণ এই খাতগুলোতে ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে পারে বলে জানান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন।

# বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার কমে এখন ১২.৯ শতাংশে এসেছে।

# স্বাধীনতার পর গত ৪৫ বছরে বিশ্বব্যাংক তাদের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে বাংলাদেশকে সহজ শর্তে দুই হাজার ৪০০ কোটি ডলার ঋণ দিয়েছে। আইডিএ ১৮ প্যাকেজের আওতায় আগামী তিন অর্থবছরে (২০১৭-২০) ৭৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে।

# বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশের বরিশালের দুটি গ্রাম পরিদর্শন করেন। গ্রাম দুটি হলো রাকুদিয়া(বাবুগঞ্জ উপজেলা) ও ভরসা কাঠি(উজিরপুর উপজেলা)