Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ১৯ অক্টোবর, ২০১৬

19 Oct 2016

১. জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

২. বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দুই দিনের সফরে সব মিলিয়ে ৩০০ কোটি ডলার সহায়তার নতুন প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। দেশ সহায়তা কৌশলের (সিএএস) আওতায় যে সহায়তা দেওয়া হয়, এর বাইরে অতিরিক্ত এ অর্থ পাবে বাংলাদেশ।

৩. বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ২ দিনের সফরে বাংলাদেশে আসেন- ১৬ অক্টোবর।

৪. আগামী বছরের ১ থেকে ৫ এপ্রিল ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ)  ১৩৬তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।

৫. যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনে ১০০ সদস্য বিশিষ্ট সিনেটের ৩৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৬. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর।

৭. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে।

৮. দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর অভ্যন্তরীণ অবকাঠামো বা অপটিক্যাল ফাইবার ব্যাকহোল তৈরির কাজ এখনো শুরু হয়নি।  

৯. মুক্ত বাংলা ভাস্কর্যটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

১০. ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তাবিষায়ক কমিশনার জুলিয়ান কিং।

১১. মালাকা শহরটি অবস্থিত দক্ষিণ সুদানে।

১২. কমনওয়েথের বাণিজ্য উপদেষ্টা আব্দুর রাজ্জাক।

১৩. চা ইতিকথা বিজ্ঞান ও প্রযুক্তি বইটির লেখক ড.মাইনউদ্দীন আহমেদ

১৪. গত ৬০ বছরে যুক্তরাষ্ট্রের দেশজ উৎপাদন প্রায় ছয় গুণ বেড়েছে।

১৫. গত ২০১৫-১৬ অর্থবছর সেবা খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩১৪ কোটি ২৪ লাখ ডলার।

১৬. ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ২০১৯ সালের মার্চের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

১৭. যুক্তরাজ্যের এখন আলাদা কোন শুল্ক কাঠামো নেই। ব্রেক্সিটের পর তারা ইইউ’র শুল্ককাঠামো গ্রহণ করতে পারে, যেখানে গড় শুল্কহার ১২ শতাংশ। বাংলাদেশকে এ শুল্ক দিতে হয় না।

১৮. ইরাকের ২য় বৃহত্তম শহর হলো- মসুল ( নিনেভে প্রদেশের রাজধানি)।

(সূত্র: প্রথম আলো, ১৯-১০-২০১৬)

১৯. স্বাধীনতার পর গত ৪৫ বছরে বিশ্বব্যাংক তাদের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে বাংলাদেশকে সহজ শর্তে দুই হাজার ৪০০ কোটি ডলার ঋণ দিয়েছে। আইডিএ ১৮ প্যাকেজের আওতায় আগামী তিন অর্থবছরে (২০১৭-২০) ৭৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে।

২০. বর্তমানে ৮৭ টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি ঔষধ ও কাঁচামাল রপ্তানি হচ্ছে।

(সূত্র: দৈনিক কালেরকণ্ঠ, ১৯-১০-২০১৬)

২১. বাংলাদেশে অতিদারিদ্র্যের হার কমে এখন ১২.৯ শতাংশে এসেছে।

২২. ব্রেক্সিট: বছরে বাংলাদেশের ক্ষতি হবে ৪৩ কোটি ডলার: সানেমের প্রাক্কলন।

(সূত্র: দৈনিক সমকাল, ১৯-১০-২০১৬)

২৩. মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন রবার্ট ম্যাকনামারা।

২৪. ডট বাংলা ডোমেইন গ্রাহক পর্যায়ে চালু বিজয় দিবসে।

(সূত্র: দৈনিক যুগান্তর: ১৯-১০-২০১৬)

২৫. ব্রিকসের পাঁচ সদস্য রাষ্ট্র প্রায় তিন বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে।

২৬. বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান ও নেপালের সমন্বয়ে গঠিত বিমসটেক অঞ্চলে দেড় শ’ কোটি মানুষের বসবাস, যা বিশ্ব জনসংখ্যার কুড়ি শতাংশ।

২৭. নতুন অর্থনৈতিক শক্তির পাঁচ দেশ-ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও সাউথ আফ্রিকা- সংক্ষেপে ব্রিকস ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ বা ‘এনডিবি’ নামে এক ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

(সূত্র: জনকণ্ঠ, ১৯-১০-২০১৬)