Studypress News

বাংলাদেশে যে সংস্থাগুলোর সদরদপ্তর অবস্থিত

18 Oct 2016

BIMSTEC

BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation 

প্রধান কার্যালয়: ঢাকা

সদস্য: বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল।

প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে 

CIRDAP

CIRDAP-এর পূর্ণরূপ : Centre on Integrated Rural Development for Asia and the Pacific.

প্রতিষ্ঠিত হয় : ৬ জুলাই ১৯৭৯।

সদর দপ্তর : ঢাকা ( সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউসে)।

প্রতিষ্ঠার উদ্যোক্তা : খাদ্য ও কৃষি সংস্থা।

সদস্য সংখ্যা : ১৪টি। 

বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্থান, আফগানিস্থান, ইরান, লাওস, মালয়েশিয়া ও মিয়ানমার।

উদ্দেশ্য ও লক্ষ্য : এশিয়া ও প্রশান- মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়ন।

 সিরডাপের মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় : ১৯৮৭ সালে 

দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২৪-২৮ জানুয়ারি ২০১০, ঢাকায়

PPD

PPD এর পূর্ণরূপ: Partners in Population and Development

প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত 'সাউথ সাউথ কো-অপারেশন' এর জনসংখ্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে।

সদর দপ্তর: বাংলাদেশ

সদস্য: ২৫টি

icddr,b

icddr,b এর পূর্ণরূপ International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh

প্রতিষ্ঠাকাল: ১৯৬০

সদর দপ্তর: ঢাকা

এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং এর দায়িত্ব হচ্ছে উদরাময় রোগ, পুষ্টি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে গবেষণা পরিচালনা করা।