Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১৮ অক্টোবর, ২০১৬
18 Oct 2016
১. ওয়াগ্যা পোয়ে কোন জনগোষ্ঠীর উৎসব?
উ: মারমা।
২. কোন সূচকে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
উ: মাথাপিছু আয়।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য কে?
উ: স্যার এ এফ রহমান।
৪. দেশের সবচেয়ে পুরোনো ও বড় গ্যাসক্ষেত্র কোনটি?
উ: তিতাস
৫. পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা কত?
উ: অন্তত ৩২০ কোটি ঘনফুট।
৬. আলেপ্পো নগর কোথায় অবস্থিত?
উ: সিরিয়ায়
৭. শিশুপুষ্টি খাতে বাংলাদেশকে বাড়তি কত ডলার দেবে বিশ্বব্যাংক।
উ: ১০০ কোটি ডলার।
৮. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বেসরকারি খাতের অবদান কত?
উ: ৮২ শতাংশ।
৯. কয়টি দেশকে উঠতি অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে?
উ: ১১টি।
১০. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ কোন শ্রেণির দেশ?
উ: মধ্যম শ্রেণির