Studypress News
দৈনিক পত্রিকার পাতা থেকে: ১৮ অক্টোবর, ২০১৬
18 Oct 2016
# বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে ব্রিকসের পাঁচটি সদস্য দেশের সম্মিলিত জিডিপির পরিমাণ হচ্ছে ১৬ লাখ ৩৫ হাজার কোটি ডলার।
# দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ৩৮টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৬।
# গত ৬ সেপ্টেম্বর প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের ৯৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সর্বনিম্ন ৩০০টির মধ্যে |
# বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন উপাচার্য সম্মানজনক পদত্যাগ করেছেন।
# স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন ১২ শিক্ষাবিদ ও বিচারপতি।
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান।
# স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন ১৫ উপাচার্য।
# দেশের সবচেয়ে পুরোনো ও বড় গ্যাসক্ষেত্র তিতাস।
# তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে ২২টি কূপ চালু আছে।
# পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা অন্তত ৩২০ কোটি ঘনফুট। সরবরাহ আছে ২৭০ কোটি।
# ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ শক্ত ঘাঁটি মসুল পুনরুদ্ধারে মার্কিন নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।
# মসুল শহরেই আইএসের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি খেলাফতের ঘোষণা দিয়েছিলেন।
# অস্ট্রিয়ায় যে বাড়িটিতে জার্মান শাসক অ্যাডলফ হিটলার জন্মেছিলেন সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
# অস্ট্রিয়ার উত্তরাঞ্চলীয় ব্রাউনাউ আম ইন শহরে অবস্থিত তিনতলার ওই বাড়িতে ১৮৮৯ সালের ২০ এপ্রিল জন্ম হয় হিটলারের।
# সিরিয়ার আলেপ্পো নগরে বিদ্রোহীদের নিশানা করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়। এই হামলার প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
# চীন গতকাল সোমবার সকালে দুজন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে।
# নেপালের সঙ্গে ২০১৮ সালের মধ্যেই রেলপথে পণ্য আনা-নেওয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।নেপালের বীরগঞ্জ থেকে প্রথমে বঙ্গোপসাগর দিয়ে পণ্য আসবে মংলা বন্দরে। বন্দর থেকে খালাসের পর মংলা থেকে খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর স্থলবন্দরে আসবে সে পণ্য।
# শিশুপুষ্টি দূর করতে বাড়তি ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।
# থাইল্যান্ডের রাজা ভূমিবলের স্মরণে ফেসবুক দেশটিতে বিজ্ঞাপন প্রচার বন্ধ রেখেছে। এটি ফেসবুকের কোন দেশে বিজ্ঞাপন বন্ধের প্রথম ঘটনা।
(সূত্র: দৈনিক প্রথম আলো, ১৮-১০-২০১৬)
# আগামী তিন বছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সে হিসাবে তিন বছরে বাংলাদেশের পাওয়ার কথা প্রায় ৭৫০ কোটি ডলার।
# টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
# বাংলাদেশের এখন বৈদেশিক বিনিয়োগ জিডিপির ২ শতাংশেরও কম: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
# মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বেসরকারি খাতের অবদান ৮২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
# বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার।
# ‘আমরা ইতিমধ্যে মানব-উন্নয়ন সূচকে মধ্যম ক্যাটাগরির দেশ এবং মাথাপিছু আয় বিবেচনায় নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছি’: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# বাংলাদেশ ২০২১ সালের মধ্যে পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে চায়।
# আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে ব্রিকসই হতে পারে সবচেয়ে কার্যকর একটি উদ্যোগ।
# বাংলাদেশকে বিশ্বের ১১টি উঠতি অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
# ওয়াগ্যা পোয়ে-মারমা জনগোষ্ঠীর উৎসব।
(সূত্র: দৈনিক কালেরকণ্ঠ, )