Studypress News

যে কারণে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস বাংলাদেশে পালন করছে বিশ্বব্যাংক

17 Oct 2016

দারিদ্র বিমোচনে যে দেশ উল্লেখযোগ্য অবদান রাখে সে দেশটিতেই আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস বা এন্ড পভার্টি ডে পালন করে বিশ্বব্যাংক। গত বছর দিবসটি পালন করা হয় ঘানায়। এ বছর দিবসটি (১৭ অক্টোবর) ঢাকায় পালন করা হচ্ছে। বিশ্বব্যাংকের মতে দারিদ্র বিমোচনে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এ কারণেই দারিদ্র বিমোচন দিবস পালনের জন্য বাংলাদেশকে বেছে নেয়া হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী,:

# দুই দশকে বাংলাদেশ দুই কোটি মানুষকে দারিদ্র্য অবস্থা থেকে বের হয়ে আসতে সহায়তা করেছে।

# ১৯৯১ সালে দারিদ্র্যের হার ছিল ৪৪ দশমিক ২ শতাংশ। ২০১০ সালে তা ১৮ দশমিক ৫ শতাংশে নেমে আসে।

# ১৯৯০ সালের তুলনায় বাংলাদেশে কর্মজীবী নারী এখন দ্বিগুণ।

#মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।

# তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে প্রথম চীনের পরই দ্বিতীয় অবস্থান বাংলাদেশের।