Studypress News

বাংলাদেশ সফরে এলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

17 Oct 2016

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিন দিনের সফরে রোববার বিকেলে ঢাকায় পৌঁছেছেন।  ‘এন্ড ওয়ার্ল্ড পভার্টি ডে’ উপলক্ষে তাঁর এ সফর। প্রতিবছর এন্ড ওয়ার্ল্ড পভার্টি ডে পালন করে থাকে বিশ্বব্যাংক। প্রতিবছর ‘শোকেস’ বিবেচনা করা হয় দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখিয়েছে এমন একটি দেশকে। ওই দেশেই দিবসটির মূল অনুষ্ঠান করে থাকে বিশ্বব্যাংক। দারিদ্র্য বিমোচনে সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। গত বছর এ অনুষ্ঠানটি হয়েছিল আফ্রিকার দেশ ঘানায় এ অনুষ্ঠানটি হয়।

২০০৭ সালের পর কোনো বিশ্বব্যাংকপ্রধানের এই বাংলাদেশে সফর। এর আগে বিশ্বব্যাংকের তিনজন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। তাঁরা হলেন রবার্ট ম্যাকনামারা, পল উলফোভিত্জ ও জেমস উলফেনসন।