Studypress News
ইসরায়েলে চতুর্থবার নেতানিয়াহু হলেন প্রধানমন্ত্রী
20 Mar 2015

ইসরায়েলে টানা ৯ বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার পর হুমকির মুখে পড়তে যাচ্ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্রাজ্য। শেষ পর্যন্ত তিনিই ১৭ মার্চ আগাম নির্বাচনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন । ফলাফলে দেখা গেছে, ৫৯ লাখ ভোটারের মধ্যে ৬৮ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে ২৮.৩ শতাংশ ভোট পেয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩০টি আসন জিতেছে। অপরদিকে বিরোধী মধ্য বামপন্থী দ্য জিউনিস্ট ইউনিয়ন ১৮.৮ শতাংশ ভোট পেয়ে জিতেছে ২৪টি আসন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন অন্তত ৬১টি আসন। যদিও কোনো দলই এই পরিমাণ আসন জিততে পারেনি। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় চতুর্থবারের মতো এবং সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
Important News

Highlight of the week
