Studypress News

বিমসটেকের স্থায়ী সচিবালয় ঢাকায়

14 Oct 2016

রাজধানীর গুলশান-২ এর ৫৩নং সড়কে “ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন’”(বিমসটেক’র) স্থায়ী সচিবালয় অবস্থিত। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

রাজধানীর গুলশান-২ এর ৫৩নং সড়কে “ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন’”(বিমসটেক’র) স্থায়ী সচিবালয় অবস্থিত। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। ১৯৯৭ সালের জুনে ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত হয়। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান ফোরামে যোগ দেয়। বিমসটেক অঞ্চলে  সহযোগিতার লক্ষ্যে চিহ্নিত ১৪টি ক্ষেত্রে এর কর্মকাণ্ড সম্প্রসারিত করেছে।