Studypress News
জাতিসংঘের নেতৃত্বে আন্তোনিও গুতেরেস
14 Oct 2016
সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নেতৃত্বে এলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার গুতেরেসকে পাঁচবছরের জন্য জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ শেষে ১ জানুয়ারি গুতেরেস দায়িত্ব গ্রহণ করবেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সাবেক এই কমিশনার হবেন জাতিসংঘের নবম মহাসচিব। গেল সপ্তায় জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ১৩ জন প্রার্থীর মধ্য থেকে তাকে মনোনীত করে নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে তা সর্বসম্মত অনুমোদন পায় বলে। জাতিসংঘ মহাসচিব পদে একজন দুই মেয়াদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারেন।
জাতিসংঘের মহাসচিব:
১. ট্রগভে হাভডেন লি (ফেব্রুয়ারি ২,১৯৪৬-নভেম্বর ১০,১৯৫২), নরওয়ে
২. ড্যাগ হামারশ্যাল্ড (এপ্রিল ১০,১৯৫৩-সেপ্টেম্বর ১৮,১৯৬১), সুইডেন
৩. ইউ থান্ট (নভেম্বর ৩০, ১৯৬১-ডিসেম্বর ৩১, ১৯৭১), মিয়ানমার
৪. কার্ট ওয়াল্ডহেইম (জানুয়ারি ১,১৯৭২-ডিসেম্বর ৩১, ১৯৮১), অস্ট্রিয়া
৫. হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার (জানুয়ারি ১, ১৯৮২- ডিসেম্বর ৩১, ১৯৯১), পেরু
৬. বুত্রোস বুত্রোস ঘালি (জানুয়ারি ১, ১৯৯২-ডিসেম্বর ৩১, ১৯৯৬), মিশর
৭. কোফি আনান (জানুয়ারি ১, ১৯৯৭-ডিসেম্বর ৩১, ২০০৬), ঘানা
৮. বান কি মুন (জানুয়ারি ১,২০০৭-ডিসেম্বর ৩১, ২০১৬), দক্ষিণ কোরিয়া
৯. আন্তোনিও গুতেরেস (জানুয়ারি ১, ২০১৭-...), পর্তুগাল