Studypress News
ব্রিকস-বিমসটেক সম্মেলন
14 Oct 2016
ব্রিকস-বিমসটেক সম্মেলন
ব্রিকস সম্মেলনে যোগ দিতে বিমসটেক সদস্যভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ব্রিকস-বিমসটেক সম্মেলন আগামীকাল ভারতের গোয়ায় শুরু হবে। বিমসটেকের সদস্য নয় এমন দুই দেশ আফগানিস্তান ও মালদ্বীপকেও এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ব্রিকস (BRICS):
ব্রিক্স (BRICS) হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।
বিমসটেক (BIMSTEC):
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন বা সংক্ষেপে বিম্সটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এর সদস্যরা হল বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী বে অব বেঙ্গল ইকনমিক কোঅপারেশন অর্গানাইজেশন গঠিত হয়। পরে সদস্য দেশগুলোর নামানুসারে সংগঠনটির নাম রাখা হয় BISTEC; বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরে এতে মায়ানমার যোগ দিলে নাম দাঁড়ায় BIMSTEC।