Studypress News
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর
14 Oct 2016
# চীনের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করছেন শি জিনপিং।
# শুক্রবার (১৪-১০-২০১৬)সকালে ঢাকায় পৌঁছেন তিনি।
# দুই দিনের সফরে ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ঢা এসেছেন শি, যে দলে ক্ষমতানীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন।
# ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ নীতি ধরে এগিয়ে যাওয়া চীনের সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে শি জিনপিং য়ের এই ঢাকা সফর।
# ১৯৮৬ সালে চীনের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন লিশিয়ানইয়ান।
# বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের রাষ্ট্রপ্রধানের এ সফরকে সম্পর্কের ‘নতুন যুগের সূচনা’ বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# এই সফরে বাংলাদেশের সঙ্গে অন্তত ২৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
# অর্থনৈতিক, বাণিজ্যিক, জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতামূলক চুক্তি ও সমঝোতার আওতায় চীনের কাছ থেকে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের সহায়তার আশা করছে বাংলাদেশ।
# বেইজিংয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে’ যোগ দেওয়ার পাশাপাশি গত কয়েক বছরে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গাঢ় করেছে।