Studypress News

‘চীন প্লাস ওয়ান’ দেশ

14 Oct 2016

চীন প্লাস ওয়ান ধারণাটি জাপানের তৈরি।নিজেদের দেশে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় একসময় চীনে যেতে শুরু করেছিলেন জাপানের বিনিয়োগকারীরা। কারণ তখন চীনে মজুরি ছিল কম, অবকাঠামো ছিল উন্নত। সুতরাং বড় বড় প্রতিষ্ঠানগুলো চীনকেই বেছে নেয়। কিন্তু চীনের অর্থনৈতিক উন্নয়নের কারণে এখন মজুরি যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। আর তাই ২০০০ সালের শুরুতে জাপানের বিনিয়োগকারীরা চীন থেকেও সরে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেন। চীন ছাড়াও অন্য আরেকটি দেশ বিনিয়োগের জন্য খুঁজতে শুরু করল। তখনই চালু হলো ‘চীন প্লাস ওয়ান’ ধারণাটি। এরপর জাপানি বিনিয়োগকারীরা চীনের পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে বিনিয়োগ করা শুরু করে। পছন্দের তালিকায় আছে বাংলাদেশও।