Studypress News
প্রথম গীতিকার হিসেবে সাহিত্যে নোবেল ‘কনসার্ট ফর বাংলাদেশে’র বব ডিলানের
14 Oct 2016
২০১৬ সালের সাহিত্যে নোবেল জিতেছেন মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার বব ডিলান। সাহিত্যে নোবেল পুরস্কার সাধারণত কবি আর ঔপন্যাসিকদেরই দেয়া হতো।
দার্শনিক হিসেবে এই পুরস্কার জিতেছিলেন বার্ট্রান্ড রাসেল (১৯৫০ সালে)। তবে, গান রচয়িতাদের নোবেল পুরস্কার দেয়া হয়নি। সেই বৃত্তটাই ভাঙ্গা হলো গীতিকার বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করার মধ্য দিয়ে। পুরস্কারের প্রশংসাপত্রে নোবেল কমিটি বলেছে, ডিলানকে এ পুরস্কার দেওয়া হচ্ছে ‘আমেরিকার মহান সংগীত-ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য।’
কনসার্ট ফর বাংলাদেশের বব ডিলান:
১৯৭১ সালের ১ আগস্ট বিকেলবেলা নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশের মঞ্চে গান গেয়েছিলেন বব ডিলান। সেদিন তিনি গেয়েছিলেন ‘ব্লোইন ইন দ্য উইন্ড’সহ বেশ কয়েকটি গান।
কিংবদন্তি বব ডিলান:
ষাটের দশকে আমেরিকায় সিভিল রাইটস আন্দোলনে জাতীয় সংগীতে পরিণত হয়েছিল ‘ব্লোয়িন ইন দ্য উইন্ড’ আর ‘টাইমস দে আর-আ-চেঞ্জিং’ গান। ফোক মিউজিক দিয়ে শুরু করলেও সেই ধারা ভেঙে বেরিয়ে আসেন বব ডিলান।
বব ডিলানের আত্মজীবনী:
২০০৪ সালে বেরিয়েছে তাঁর তিন পর্বের আত্মজীবনীর প্রথম পর্ব ক্রনিকলস: ভলিউম ওয়ান।