Studypress News

প্র্যাচেটের মৃত্যু

12 Mar 2015

‘ডিস্কওয়ার্ল্ড’ নামে সুপরিচিত ধারাবাহিকসহ বিজ্ঞানের কল্পকাহিনির লেখক প্র্যাচেটের ৭০টিরও বেশি গ্রন্থ রয়েছে। তিনি তাঁর রচনায় বেপরোয়া বিকল্প বাস্তবতা সৃষ্টি করেছেন, যা পাঠকদের কাছে বাস্তব বলেই মনে হয়। প্রকাশকের মতে, বিশ্বব্যাপী এ পর্যন্ত তাঁর বই বিক্রি হয়েছে সাড়ে আট কোটি কপি। তিনি ১২ই মার্চ, ২০১৫ মৃত্যুবরণ করেন।