Studypress News
থাইল্যান্ডের রাজা ভূমিবল মারা গেছেন
13 Oct 2016

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পারিচলনা করা থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গত কিছুদিন ধরে রাজা ভুমিবল গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার (১৩-১০-২০১৬) রাজপ্রাসাদ থেকে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। ভূমিবল ৭০ বছর ধরে থাইল্যান্ডের রাজার দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে ১৮ বছর বয়সে সিংহাসনে বসেন ভূমিবল। ১৯৪৬ সালে মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Important News

Highlight of the week
