Studypress News
নোবেল পুরস্কার ২০১৬: সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান
13 Oct 2016
সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলান। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ একাডেমিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গানের ধারায় নতুন কাব্যিকতা তৈরির জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়("for having created new poetic expressions within the great American song tradition".)। গায়ক ও গীতিকার বব ডিলানের জন্ম ১৯৪১ সালের ২৪ মে।
# ২০১৫ সালে নোবেল পুরস্কার পান বেলারুশের লেখক ও অনুসন্ধানী সাংবাদিক সোয়েতলানা আলেক্সিয়েভিচ।
# ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
# মোট ছটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।