Studypress News
বৈশ্বিক ক্ষুধা সূচক ২০১৬: ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ
13 Oct 2016
বৈশ্বিক ক্ষুধা সূচকে ১৭ ধাপ পিছিয়ে ৯০তম অবস্থানে বাংলাদেশ। গেল বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩তম। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে।
১১৮টি দেশের ওপর ভিত্তি করে এবারের ক্ষুধা সূচক নির্ধারণে চারটি মূল নির্দেশক ব্যবহার করা হয়েছে। এগুলো হলো অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় ওজনের হ্রাস, বয়সের তুলনায় কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার । যে দেশ ১০০ নম্বরে যত কম নম্বর অর্জন করবে, সে দেশের শিশুর অবস্থা তত ভালো। ৫০ এর বেশি নম্বর হলে চরম সতর্ক অবস্থা, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ সতর্ক অবস্থা, ২০ থেকে ৩৪ দশমিক ৯ ভয়াবহ, ১০ থেকে ১৯ দশমিক ৯ মধ্যম মাত্রার এবং ৯ দশমিক ৯ এর নিচে নিম্ন ক্ষুধার হার নির্দেশ করে।
এ বছরের সূচকে বাংলাদেশ পেয়েছে ২৭ দশমিক ১ পয়েন্ট। আর তাই এখনো বাংলাদেশ ভয়াবহ ক্ষুধাকবলিত দেশগুলোর তালিকায় রয়েছে। তবে, বাংলাদেশের পেছনে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের অবস্থান ৯৭তম।