Studypress News
১৪ প্রকল্প ব্র্যাক মন্থন পুরস্কার জিতল
13 Oct 2016
তথ্যপ্রযুক্তির উদ্যোক্তা ও উদ্ভাবকদের নানা উদ্যোগ নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে দেওয়া হলো ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’। ৮ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সাতটি বিভাগে ১৪টি প্রকল্প বিজয়ী হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) এই উদ্যোগের বিজয়ীরা এ বছর সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন।
বিজয়ী ১৪ প্রকল্প
ই-বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন
* সেলিস্কোপ
* সিএসএল মোবাইল অ্যাকাউন্টস
ই-এডুকেশন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট
* রেপ্টো এডুকেশন সেন্টার
* টেন মিনিট স্কুল
* ইয়ুথ অপরচুনিটিস
ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি
* কৃষকের জানালা
ই-গভর্নেন্স অ্যান্ড ইনস্টিটিউশনস
* ভ্যাট চেকার
* সিলেটের মাথিউরা ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশন প্রকল্প
ই-হেলথ
* আরএক্স ৭১
* ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রম
ই-নিউজ, জার্নালিজম অ্যান্ড এন্টারটেইনমেন্ট
* ই-টিউনস
* প্যাভিলিয়ন
ই-কালচার, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম
* অ্যান ইলেকট্রনিক মিউজিক কমপাইলেশন বাই আকালিকো রেকর্ডস
* ভ্রমণ