Studypress News

নোবেল পুরস্কার-২০১৬: অর্থনীতিতে নোবেল পেলেন অলিভার হার্ট ও বেঙ্গিত হমস্ট্রম

10 Oct 2016

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন ব্রিটিশ বংশো্দ্ভূত অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং আরেকজন ফিনল্যান্ডে জন্ম নেওয়া ম্যাসাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেঙ্গিত হমস্ট্রম। বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কন্ট্রাক্ট থিউরিতে অবদানের জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 

# ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তবে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

# অর্থনীতিতে এ পর্যন্ত ৪৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। অর্থনীতিতে কেবল একজন নারীই পুরস্কার পেয়েছেন। তিনি হলেন, এলিনর অসট্রম। ২০০৯ সালে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

# ভোক্তার রুচি বিশ্লেষণ করে দারিদ্র্য নির্মূলের পথ দেখানোয় গতবছর অর্থনীতির নোবেল পান ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ডিটন।