Studypress News

এক নজরে নোবেল পুরস্কার-২০১৬

10 Oct 2016

১। চিকিৎসাবিজ্ঞানে- জাপানের ইউশিনোরি ওশুমি

# অটোফাজি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ওসুমিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

২। পদার্থ বিজ্ঞানে-তিন ব্রিটিশ বিজ্ঞানী

i) ব্রিটেনের ডেভিড জে থাওলেস

ii) ডানকান হ্যালডেন

iii) মাইকেল কোস্টারলিৎজ।

# তত্ত্বের মাধ্যমে পদার্থের টপোলজিক্যাল অবস্থার সন্ধান দিয়েছেন। তাঁদের এই গবেষণার ফলে ইলেক্ট্রনিকসে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে।

৩। রসায়নে-

i) ফ্রান্সের জ‌্যঁ পিয়েরে সোভাজ

ii) যুক্তরাজ‌্যের ফ্রেজার স্টুডার্ট 

iii) নেদারল‌্যান্ডসের বার্নার্ড এল. ফেরিঙ্গা

# মলিকিউলার মেশিন বা ন‌্যানোমেশিন উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পেয়েছেন।

৪। শান্তিতে-কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস

# ফার্ক গেরিলাদের সাথে কলম্বিয়া সরকারের করা ঐতিহাসিক ‘ফার্ক শান্তিচুক্তি’র জন্য।

৫। অর্থনীতিতে- 

i) অলিভার হার্ট (ব্রিটিশ বংশোদ্ভূত)

ii) বেঙ্গিত হমস্ট্রম (ফিনল্যান্ড)

কন্ট্রাক্ট থিউরিতে অবদানের জন্য এই দুই অর্থনীতিবিদকে নোবেল দেয়া হয়।  

৬। সাহিত্যে- বব ডিলান (যুক্তরাজ্য)

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গানের ধারায় নতুন কাব্যিকতা তৈরির জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়("for having created new poetic expressions within the great American song tradition".)

 

#দৃষ্টি আকর্ষণ:-

--------------------------

∎StudyPress-এর সম্মানিত শিক্ষার্থীবৃন্দ:-

∎আমাদের ফেসবুক পেইজের সকল পোস্ট সরাসরি আপনার Facebook News Feed-এ পেতে হলে "Liked" button এর উপর Mouse Cursor রেখে "See First" button এ Click করুন।

∎এরপর থেকে আমাদের সকল পোস্ট আপনার News Feed এ চলে আসবে।

#ধন্যবাদ