Studypress News

ব্রেক্সিট: বাংলাদেশের ওপর কি ধরণের প্রভাব পড়বে

10 Oct 2016

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার (বেক্সিট) প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। ব্যাখ্যা হিসেবে তিনি বলেছেন, ইইউ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানির পরই ব্রিটেনের অবস্থান। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ইইউ’র বাজারে বাংলাদেশ শুল্ক ও কোটা মুক্ত সুবিধা পায়। ব্রেক্সিটের কারণে বাংলাদেশের রপতানি পণ্যের জন্য বাজার সুবিধা ধরে রাখতে ব্রিটেনের সাথে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনা করতে হবে। উল্লেখ্য, আগামী মার্চ থেকে বেক্সিট বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে বৃটেন। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত জানিয়েছেন, ব্রেক্সিটের কারণে বাংলাদেশকে দেয়া ইইউ’র সহায়তায়ও প্রভাব পড়বে। বর্তমানে ২৮টি বাংলাদেশ বছরে ৫০ কোটি ইউরো সহায়তা পেয়ে থাকে। ইইউ থেকে ব্রিটেন বের হয়ে গেলে এই সহায়তার পরিমাণও কমে আসবে।