Studypress News
মিয়ানমারে বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
10 Oct 2016
দীর্ঘদিন ধরে মিয়ানমারের উপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের নেতা অং সান সু চির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক নির্বাহী আদেশ এই ব্যবস্থা নিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারকে দরিদ্র দেশগুলোর জন্য দেওয়া বাণিজ্য সুবিধার তালিকা থেকে ১৯৮৯ সালে বাদ দেয়া হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মিয়ানমার আর হুমকি নয়। উল্লেখ্য, ১৯৬২ সালে থেকে ২০১১ সাল পর্যন্ত মিয়ানমারে সামরিক শাসন জারি ছিল।