Studypress News

ইয়েমেনে বিমান হামলায় ১৪০ জন নিহত

10 Oct 2016

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। একটি শেষকৃত্যানুষ্ঠানে জড়ো হওয়াদের উপর এই হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত সরকারের দাবি সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য দায়ী। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। উল্লেখ্য ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ হয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি বিদ্রো্হীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।