Studypress News
বেসরকারি শিক্ষক নিয়োগ : ১২,৬১৯ জনের তালিকা প্রকাশ
10 Oct 2016
কেন্দ্রীয়ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার শিক্ষামন্ত্রী কেন্দ্রীয়ভাবে ১২ হাজার ৬১৯ জন বেসরকারি শিক্ষকের তালিকা বাছাই করেন। শিক্ষামন্ত্রী জানান, সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য এ প্রার্থী বাছাই করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ। বাছাইকৃত প্রার্থীরা এসএমএসের মাধ্যমে এরই মধ্যে তাঁদের ফলাফল জেনে গেছেন বলে জানানো হয়েছে। বাছাইকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে।