Studypress News

স্টাডিপ্রেস যেভাবে ব্যবহার করবেন

07 Oct 2016

স্টাডিপ্রেস ব্যবহার করা থুবই সহজ। এটির ব্যবহারবিধি জানতে চেয়ে আমাদের কাছে অনেকেই অনুরোধ করেছেন। 

Login করার পর আপনি পাচ্ছেন একটি Dashboard, যা থেকে আপনি দেখে নিতে পারছেন একটি Menu Bar-

- User Panel

- Study & Practice

- Previous Job Test

- Model Test

- Current Affairs

- Mistake List

- Review List

- My Statistics

- Important Rules

- Studypress Forum

 

Study & Practice

আপনিএখানে গেলে দেখতে পাবেন সব বিষয়ের অধীন চ্যাপ্টারসমূহ।প্রতিটি চ্যাপ্টারের পাশে আপনি দেখবেনঃ - Previous Test Count [এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় আগে কতবার প্রশ্ন এসেছে] এই নাম্বারটি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন চ্যাপ্টার আপনার বেশি পড়া উচিত। - Start Practice - Start Quiz - Read Details

 

Previous Job Test

Previous Job Test বলতে আমরা বুঝিয়েছি বিগত বিসিএস এবং ব্যাংক এর পরীক্ষাসমূহ। আপনি এখানে পাচ্ছেন ১০ম থেকে ৩৭তম সব বিসিএস এর প্রশ্ন এবং গত ৮ বছরে ব্যাংকে যত পরীক্ষা হয়েছে তার পূর্ণাঙ্গ প্রশ্ন এবং সমাধান। আপনি প্র্যাকটিস করতে পারেন একটি একটি প্রশ্ন করে কিংবা Real Test থেকে একবারে যাচাই করতে পারেন আপনি এই পরীক্ষায় কত পেতেন।

 

Model Test

সিলেবাস অনুযায়ী বিসিএস ও ব্যাংকের উপর পূর্নাঙ্গ মডেল টেস্ট দিতে পারবেন এবং বিষয় ভিত্তিক মডেল টেস্ট এ অংশগ্রহ করতে পারবেন।

 

Current World

সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন।

 

 

Mistake List

Mistake List এ ক্লিক করে আপনি প্র্যাকটিস করার সময় Quiz এবং Model Test এ যা ভুল করেছেন তা দেখতে পাবেন। ভুলগুলো বারবার পড়ে শুধরে নিন এবং শিখা হয়ে গেলে Mistake Listথেকে প্রশ্নটি Delete করে দিন।

 

Review List

কোন প্রশ্ন কঠিন মনে করলে Add to review তে ক্লিক করুন। পরে Add to reviewList থেকে এই প্রশ্ন আবার দেখে নিন।

My Statistics

My Statistics থেকে আপনি কোন পরীক্ষার কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন। আপনার Quizএবং Model Testএর ফলাফল দেখে নিতে পারবেন। Strength Comparison এ আপনি একটি বিষয়ে কোন চ্যাপ্টারে কতগুলো ভুল করেছেন তা দেখে নিতে পারবেন। যেমন : আপনি বাংলা নাটকে ৭০% শুদ্ধ উত্তর দিয়েছেন এবং জন্ম-মৃত্যু চ্যাপ্টারে ১০০% ভুল করেছেন । Strength Comparison থেকে এভাবে আপনি কোন চ্যাপ্টার এ বেশি দুর্বল তা চিহ্নিত করতে পারবেন।

 

Important Rules

Important Rulesএ ক্লিক করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য একসাথে গুছিয়ে পড়তে পারবেন এবং বিভিন্ন সূত্র/নিয়মাবলী সম্পর্কে জানতে পারবেন-

 

Studypress Forum

Studypress Forumএ ক্লিক করে আপনি আপনার মতামত, সমালোচনা, আদেশ, প্রস্তাবনা পোস্ট করতে পারবেন।